ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফুটবলবিশ্ব ৪৮ বছর পর এমন কীর্তি দেখল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ৪ জুলাই ২০১৮ | আপডেট: ২০:৪৭, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

এমন দৃশ্যে খুব সহজে মেলে না। জাপান-বেলজিয়ামের ম্যাচ প্রথমার্ধ ছিল গোলশুন্য। দ্বিতীয়ার্ধে ২ গোলে এগিয়ে গেল জাপান। গ্যালারিতে দর্শকরা তখন উল্লাসে মত্ত। খেলার ৫২ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে বেলজিয়াম। হতাশায় ভেঙে পড়েছিলেন দেশটির সমর্থকরা। সবার চোখে পানি। এ সময় বড় এক অঘটনেরই ক্ষণ গুনছিল ফুটবলবিশ্ব।  

কিন্তু শেষ ষোলোর ম্যাচে এই রকম চাপের মুখে পড়লেও বেলজিয়াম ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ৬৯ ও ৭৪ মিনিটে দুটি গোলই শোধ করে দেয় বেলজিয়াম। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত থাকে ২-২ ব্যবধানের সমতা। রেফারি শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় জাপানের জালে বল জড়িয়ে দেন বেলজিয়ামের উইঙ্গার নাসের চাডলি। ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয় পায় বেলজিয়াম।

বিশ্বকাপের ইতিহাসে এমন অঘটন খুব কমই ঘটেছে। নকআউট পর্বের শেষবারের মতো কোনো দল দুই গোলে পিছিয়ে পড়েও জয় তুলে এনেছিল, তা খুঁজতে বেশ পেছনেই যেতে হয়। বেলজিয়ামের মতো এমন জয় শেষবারের মতো দেখা গিয়েছিল ৪৮ বছর আগে। ১৯৭০ সালের বিশ্বকাপে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল পশ্চিম জার্মানি। ৩-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি